ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাসওয়ার্ড নেই, কাটা হচ্ছে ইভ্যালির লকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
পাসওয়ার্ড নেই, কাটা হচ্ছে ইভ্যালির লকার কাটা হচ্ছে ইভ্যালির লকার

ঢাকা: নবগঠিত পরিচালনা পর্ষদের পাঁচ সদস্যের কাছে লকারের পাসওয়ার্ড না থাকায় কাটা হচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির লকার।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ১৫ মিনিটে ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে লকার কাটা শুরু হয়।

এর আগে, সোমবার দুপুর আড়াইটার দিকে ধানমন্ডির ইভ্যালির কার্যালয়ে এসেছেন সেই কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।  

লকার কাটার লোকজনও এসেছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত। একটু পরই খোলা হবে ইভ্যালির ধানমন্ডির অফিসের লকার। ইভ্যালির ধানমন্ডির অফিসে ধানমন্ডি থানার একটি দলও উপস্থিত হয়েছে।

একটু পরই খোলা হবে ইভ্যালির লকার

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জনুয়ারি ৩১, ২০২২
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।