ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জানুয়ারিতে রপ্তানি হয়েছে ৪.৮ বিলিয়ন ডলারের পোশাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
জানুয়ারিতে রপ্তানি হয়েছে ৪.৮ বিলিয়ন ডলারের পোশাক

ঢাকা: তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারির আগের বছরের ডিসেম্বরের তুলনায় রপ্তানি বেড়েছে দশমিক ৪ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছিল, চলতি বছরের জানুয়ারিতে তা কিছুটা বেড়ে ৪ দশমিক ০৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইপিবি প্রকাশিত তথ্যমতে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ঘুরে দাঁড়ানোর ধারা অব্যাহত রয়েছে।  

তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরের জুলাই-জানুয়ারির রপ্তানির তুলনায় ২০২১-২২ সালের একই সময়ে রপ্তানি বেড়েছে ৩০ দশমিক ৩০শতাংশ।  

পণ্যের ক্যাটাগরি অনুযায়ী, জুলাই-জানুয়ারি সময়ে নিটওয়্যার পণ্য রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাকের রপ্তানি বেড়েছে ২৭ দশমিক ২৩শতাংশ। ফলে সকল পণ্যের রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত আছে। তবে, রপ্তানির এই উল্লম্ফন কোভিড পরবর্তী বাজারের পরিবর্তনের ফলে।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, পোশাক খাতের রপ্তানির ইতিবাচক ধারা লক্ষ্য করা গেলেও কিন্তু অনেক চ্যালেঞ্জও রয়েছে। বিভিন্ন কাঁচামাল যেমন টেক্সটাইল, পণ্য জাহাজীকরণ খরচ, রং ও রাসায়নিক দ্রব্যের বাজার অনেক চড়া, কিন্তু পণ্য উৎপাদন খরচ বাড়ার অনুপাতে পোশাকের দাম সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ছে না।  

তিনি আরও বলেন, আমাদের পোশাক রপ্তানির প্রধান বাজারগুলোতে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ সুনামির মতো ছড়িয়ে পড়ছে। তাই ভবিষ্যতের বাজারের পূর্বাভাস দেওয়া কঠিন। আগামীতে সংক্রমণের গতি প্রকৃতির ওপর নির্ভর করবে এই ধারা কতটা অব্যাহত থাকে। তবে, সুযোগ আরও বেশি কাজে লাগাতে সবচেয়ে বেশি প্রয়োজন এখন সাপ্লাই চেইন ঠিক রেখে সক্ষমতা বাড়ানো।  

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।