ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাস্টমস লাইসেন্সের ধারা সংশোধনের দাবিতে ভোমরায় কর্মবিরতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ৭, ২০২২
কাস্টমস লাইসেন্সের ধারা সংশোধনের দাবিতে ভোমরায় কর্মবিরতি  বন্দর

সাতক্ষীরা: কাস্টমস লাইসেন্সের ধারা-উপধারা সংশোধনসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে।  

মঙ্গলবার (৭ জুন) সকালে এ কর্মবিরতি শুরু হয়।

ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এ বন্দরটিতে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বানে আমরা কর্মবিরতি আমরা পালন করেছি।

তিনি আরও জানান, কাস্টমসের কিছু কালো আইনের কারণে আমরা নিষ্পেষিত হচ্ছি। একটি লাইসেন্সের কোনো সমস্যা হলে বাকি দু’টি বন্দরে আমদানি-রপ্তানির সুযোগ হারাচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া উত্তরাধিকার সূত্রে লাইসেন্স
প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন জটিলতা তৈরি করছে কাস্টমসের জটিল ধারাগুলো। তাই আমরা চাচ্ছি, সরকার লাইসেন্স প্রাপ্তি ও ব্যবহারের জটিল ধারাগুলো তুলে দিক।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আল আমিন জানান, ব্যবসায়ীরা আজ কর্মবিরতি পালন করেছেন। তাই আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

ভোমরা বন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন সাড়ে তিনশ’ থেকে চারশ’ পণ্যবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে ও বের হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।