ঢাকা: অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টি বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বুধবার (১৫ জুন) বিকেলে পল্টনের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথ উদ্যোগে ‘বাজেট ২০২২-২৩ প্রেক্ষিত পুঁজিবাজার’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানটি সিএমজেএফ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, অপ্রদর্শিত অর্থের বিষয়ে যে অর্থনীতিবিদরা সমালোচনা করেন তারাও এই অপ্রদর্শিত অর্থকে একটা পরিমাণ কর দিয়ে অর্থনীতির মূল ধারায় আনার সুযোগ করে দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসএমএকে/এসআইএস