ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শার্শায় বসুন্ধরা সিমেন্টের হালখাতা 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২২
শার্শায় বসুন্ধরা সিমেন্টের হালখাতা 

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরার পণ্য বসুন্ধরা সিমেন্টের হালখাতা-১৪২৯ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ জুন) দিনব্যাপী শার্শা উপজেলার নাভারনের হক কমিউনিটি সেন্টারে বসুন্ধরা সিমেন্টের পরিবেশক মেসার্স সোহান ট্রেডার্স এ হালখাতা আয়োজন করে।

এতে অংশ নেন  শার্শা অঞ্চলের দেড় শতাধিক সিমেন্ট ব্যবসায়ী।

মেসার্স সোহান ট্রেডার্সের মালিকের জ্যেষ্ঠ পুত্র সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের ডিজিএম পলাশ আক্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা ডিভিশনাল সেলস ম্যানেজার আব্দুল গফুর, এরিয়া সেলস ম্যানেজার রুহুল আমিন ও এরিয়া সেলস ম্যানেজার জাফর ইকবাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের বেনাপোল শাখার ম্যানেজার রুহুল আমিন মিঠু।

এসময় প্রধান অতিথি পলাশ আক্তার বলেন, বসুন্ধরা সিমেন্ট গুণে-মানে বাজারের সেরা। কারণ এর মান রক্ষার ক্ষেত্রে কখনো আপস করা হয় না। তাই বসুন্ধরা সিমেন্ট উৎপাদনের শুরুর পর থেকে অদ্যাবধি গুণগত মান ধরে রেখেছে। যার কারণে বসুন্ধরা সিমেন্টের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের চাহিদার শীর্ষে রয়েছে বসুন্ধরা সিমেন্ট।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্প, সাসেক-৬ লেন প্রকল্প, ঢাকা মেট্রোরেল প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মতো বড় বড় স্থাপনাগুলোতে ব্যবহার করা হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।  

অনুষ্ঠানে এ এলাকার বসুন্ধরা সিমেন্টের সর্বোচ্চ বিক্রেতাদের পুরস্কৃত করা হয়। হালখাতা অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সর্বোচ্চ বিক্রেতা হিসেবে প্রথম পুরস্কার ৪৩ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন নভারণের কেএন এন্টারপ্রাইজের মালিক আশরাফুল ইসলাম। বেনাপোলের রেজা ট্রেডার্সের মালিক মোজাম হক দ্বিতীয় পুরস্কার ডিপ ফ্রিজ। এছাড়া আরও ১৬ জন সিমেন্ট ব্যবসায়ীকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। প্রধান অতিথি তাদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে সিমেন্ট ব্যবসায়ীদের সঙ্গে অতিথিরা মধ্যাহ্নভোজে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।