ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরএকে সিরামিকের হাজার কোটি টাকার বিনিয়োগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ১৮, ২০২২
আরএকে সিরামিকের হাজার কোটি টাকার বিনিয়োগ

টাইলসে নতুন করে বড় বিনিয়োগ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস। প্রতিষ্ঠানটি দেশে টাইলস খাতে প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ বাড়বে।

এর মাধ্যমে এক হাজার ২০০ থেকে দেড় হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে। এই বিনিয়োগের জন্য এরই মধ্যে গাজীপুরে ৩৩ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে উৎপাদনে যেতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৭ জুন) হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে আরএকে সিরামিকসের পক্ষ থেকে এসব কথা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা সাধন কুমার দে, সেক্রেটারি মোহাম্মদ শহিদুল ইসলাম এফসিএ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক এস এম আরাফাতুর রহমান।

এ সময় ধন কুমার দে বলেন, নতুন প্লান্ট চালু হলে প্রতিদিন ১৫ হাজার বর্গমিটার টাইলস উৎপাদন বাড়বে। আর ওই সময়ে নতুন-পুরনো সব মিলিয়ে বছরে কোম্পানির মোট টাইলস উৎপাদনের পরিমাণ দাঁড়াবে এক কোটি ৫৫ লাখ বর্গমিটার।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।