ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহে বসুন্ধরার কিং ব্র্যান্ড ও বীর সিমেন্টের হালখাতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
ময়মনসিংহে বসুন্ধরার কিং ব্র্যান্ড ও বীর সিমেন্টের হালখাতা সেরা তিন বিক্রেতাকে পুরস্কৃত করা হয়, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড ও বীর সিমেন্টের বার্ষিক হালখাতা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৪ জুলাই) নগরের টাউন হল মোড়ের জোবেদা কমিউনিটি সেন্টারে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ হালখাতা।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের কর্মকর্তা ও কয়েকশ’ ব‍্যবসায়ী উপস্থিত ছিলেন।  

এতে সভাপতিত্ব করেন বসুন্ধরার কিং ব্র্যান্ড ও বীর সিমেন্ট ময়মনসিংহের পরিবেশক মেসার্স অখিল অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স গোপাল এন্টারপ্রাইজের মালিক অখিল ধর।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিং ব্র্যান্ড সিমেন্টের জিএম (সেলস) আব্দুল লতিফ।  

এ সময় আরও উপস্থিত ছিলেন সিমেন্ট সেক্টর বসুন্ধরা গ্রুপের হেড অফ ব্র্যান্ড (এজিএম) সাইফুল ইসলাম রুবেল, বীর সিমেন্টের এজিএম সেলস (জোনাল হেড, ইস্ট জোন) লুতফুল হক খসরু, কিং ব্র্যান্ড সিমেন্টের এজিএম সেলস (ঢাকা উইং) মোহাম্মদ আলী, বীর সিমেন্টের সিনিয়র ডিভিশনাল ইনচার্জ মো. জিয়াউর রহমান, কিং ব্র্যান্ড সিমেন্টের মো. বারিক আলমসহ অনেকে।  

অনুষ্ঠানে অতিথিদের আপ‍্যায়ন শেষে বিক্রয়ে লক্ষ্যমাত্রা অর্জনকারী ১০ জন রিটেইলারের মধ্যে আকর্ষণীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এর মধ্যে জেলার শীর্ষ তিন কিং ব্র্যান্ড ও বীর সিমেন্ট বিক্রেতাকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার মোটরসাইকেল জিতেছেন বড় বাজার এলাকার মেসার্স মনমোহন ধর অ্যান্ড সন্সের মালিক পরশ ধর। এছাড়া নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার মেসার্স হাজি আকবর আলী মণ্ডল ট্রেডার্সের মালিক লিটু মণ্ডল দ্বিতীয় স্থান অর্জন করে একটি স্বর্ণের চেইন পেয়েছেন। একই এলাকার মেসার্স সেবা এন্টারপ্রাইজের মালিক তৃতীয় স্থান অর্জন করে একটি ওয়াশিং মেশিন পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।