ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফতুল্লার পশুর হাট কাঁপাচ্ছে ১০ লাখের কালো বাবু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
ফতুল্লার পশুর হাট কাঁপাচ্ছে ১০ লাখের কালো বাবু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি হাটে জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা। এবার ফতুল্লা হাটের অন্যতম আকর্ষণ কালো বাবু নামের কালো রঙের বিশালদেহীর একটি ষাঁড়।

মঙ্গলবার (৬ জুলাই) দিনগত রাতে সরেজমিনে ফতুল্লা হাট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। হাটে বিশাল আকৃতির এই ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। ইতোমধ্যে কয়েকজন ষাঁড়টির দরদাম করেছেন। ন্যায্যমূল্যে পেলে ষাঁড়টি বিক্রি করে দেবেন বলে জানান গরুটির মালিক।

সিরাজগঞ্জ থেকে আসা গরুর বেপারী মনসুর জানান, এবারের হাটে বেশ কয়েকটি গরু নিয়ে এসেছি। প্রতিবার এই ফতুল্লা হাটেই গরু উঠাই। ষাঁড়টিকে অনেক আদর যত্ন করে পালন করা হয়েছে। তাছাড়া দেশি ষাঁড় হওয়ায় এর দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে। তবে দরদাম করার সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, গায়ের রং কালো বর্ণের হওয়ায় নাম রেখেছি কালো বাবু। এই দামে এমন দেশাল ষাঁড় আর কোথাও পাওয়া যাবে না। ন্যায্যমূল্য পেলে এবারের ঈদেই বিক্রি করে দেবো।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।