ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চালুর একদিন পরই বন্ধ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
চালুর একদিন পরই বন্ধ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’

চাঁপাইনবাবগঞ্জ: চালুর একদিন পরই ক্যাটল স্পেশাল ট্রেনে গরু পরিবহন বন্ধ হয়ে গেছে।

রেল কর্তৃপক্ষের কাঙ্ক্ষিত কোরবানি পশু বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করেছে রেল বিভাগ।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল আলম।  

এর আগে লোকসান ও আমের স্বল্পতার কারণে চালুর ১১ দিনের মাথায় বন্ধ হয়ে যায় ম্যাংগো স্পেশাল ট্রেনটি।

পশ্চিমাঞ্চলের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, বুধবার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে স্বল্প ভাড়ায় গরু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। কাঙ্ক্ষিত গরু বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। তিনদিন ধরে চলা এ ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানি যোগ্য পশু পরিবহন করা হয় ৭৮টি। তা থেকে আয় হয় ৪৬ হাজার ১৩৭ টাকা। দ্বিতীয়বারের মতো-৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৮টি গরু ও পাঁচটি ছাগল ঢাকায় পরিবহন করা হয়েছে। এ সবগুলো পশু একজনই বুকিং করেছিলেন। ২৩ পশু পরিবহন করে রেলের আয় হয়েছে ১১ হাজার ২৩৯ টাকা।

রেল কতৃপক্ষের দাবি ক্যাটল স্পেশাল ট্রেনে গরু পরিবহন করতে অনিহা খামারিদের।  

অন্যদিকে, খামারিরা বলছেন- চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে করে ঢাকায় গরু পৌঁছালেও, হাটে গরুগুলো পৌঁছানো হচ্ছে না। কোরবানির পশুগুলোকে হাটে নিতে কয়েকবার গাড়িতে ওঠা-নামা করতে হয়। এতে করে গরুরও কষ্ট হয়, খামারিদের ভোগান্তি ও খরচ বাড়ে।

সাইফুল নামের এক গরুর খামারি বাংলানিউজকে বলেন, ট্রেনে গরু ওঠাতে কিংবা নামাতে ভোগান্তি নাই। কিন্তু ট্রেনে গরু লোড-আনলোড করতে ভোগান্তি বাড়ে। ট্রেনতো গরুগুলোকে স্টেশনে নামিয়ে দেবে, হাটে তো নিয়ে যেতে হবে। আলাদা একটা খরচ হয়।

কামাল নামে আরেক খামারি বলেন, সরকার ঢাকায় কম খরচে ট্রেনে গরু পরিবহন করছে। রেলস্টেশনে গরুগুলো নামানোর পর, সরকারি বিআরটিসি ট্রাকে যদি হাটে গরুগুলো কম ভাড়ায় পৌঁছে দেয়, তবে গরুগুলো ট্রেনে পরিবহন করা যেত। সরকার এমন উদ্যোগ নিলে, অনেক খামারি ক্যাটল ট্রেনে গরু পরিবহন করবেন।

তিনি আরও বলেন, ট্রাকে ভাড়া বেশি হলেও সরাসরি গরুগুলো হাটেই নামানো যায়। এতে করে ভোগান্তি ও খরচ দুটোই কমে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার শহিদুল আলম বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আমাদের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু বলেননি। ঢাকায় রেল স্টেশনে গরুগুলো নামানোর পর যদি, বিআরটিসি ট্রাকে গরু পরিবহন করে খামারিদের ভালো হবে। ট্রেনেও ব্যাপক গরু যাবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।