ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইওএসকোর ভাইস চেয়ারম্যান শিবলী রুবাইয়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
আইওএসকোর ভাইস চেয়ারম্যান শিবলী রুবাইয়াত শিবলী রুবাইয়াত-উল ইসলাম (সংগৃহীত ছবি)

ঢাকা: ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসকো) এশিয়া-প্যাসিফিক রিজনালের ভাইস চেয়ার নির্বাচিত হয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

মঙ্গলবার (১৯ জুলাই) দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

 

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এই প্রথম আইওএসকো এশিয়া-প্যাসিফিক রিজনালের ভাইস চেয়ার নির্বাচিত হয়েছেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলাম।  

ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে ভাইস চেয়ার পদে চীনকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন বিএসইসির ওই চেয়ারম্যান অধ্যাপক।  

তিনি ২০২২-২৪ সাল সময়ে ওই পদে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য এ ধরনের অর্জন প্রথম বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এসএমএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।