ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইওএসসিও সহ-সভাপতি শিবলী রুবাইয়াতকে বসুন্ধরা এমডির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
আইওএসসিও সহ-সভাপতি শিবলী রুবাইয়াতকে বসুন্ধরা এমডির শুভেচ্ছা

ঢাকা: ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান কার্যালয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

 

বসুন্ধরা এমডির পক্ষে ফুল দিয়ে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে শুভেচ্ছা জানান এবিজি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি শাহরিয়ার মোল্লা, লিগ্যাল ম্যানেজার ব্যারিস্টার নাজিব হাসান সিয়াম।  

এসময় শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বসুন্ধরা গ্রুপের এমডিকে ধন্যবাদ জানান।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত ইলেকট্রনিক ভোটিংয়ে চীনকে পরাজিত করে আইওএসসিও-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ২০২২-২৪ মেয়াদে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের জন্য এ ধরনের অর্জন এটাই প্রথম। বিএসইসি আইওএসকোর ‘এ’ ক্যাটাগরির মর্যাদার সদস্য।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।