ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বসুন্ধরা সিমেন্টের হালখাতা-১৪২৯ অনুষ্ঠিত হয়েছে।
এতে সেরা বিক্রেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন ২০ জন ব্যবসায়ী।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ হালখাতা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা সিমেন্টের এক্সকুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স নিউ মোখলেছ ট্রেডার্সের আয়োজনে এ হালখাতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ট্রেডার্সের মালিক মো আব্দুর রউফ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁওয়ের পৌরসভার মেয়র মো ইকবাল হোসেন সুমন, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ, বসুন্ধরা সিমেন্টের এজিএম সেলস্ (ইস্ট জোন) মো জিয়ারুল ইসলাম, বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের হেড অব ব্র্যান্ড (এজিএম) সাইফুল ইসলাম রুবেল, কিং ব্র্যান্ড সিমেন্টের এজিএম সেলস (ঢাকা উইং) মোহাম্মদ আলী, বসুন্ধরা সিমেন্টের (ডিভিশনাল সেলস ইনচার্জ) রাজু আহম্মেদ, বসুন্ধরা সিমেন্টের এরিয়া সেলস্ ম্যানেজার মো. আব্দুল্লাহ, বসুন্ধরা সিমেন্ট সেক্টর ময়মনসিংহ বিভাগীয় টেকনিক্যাল সাপোর্ট প্রকৌশলী মো. জুয়েল রানা এবং মেসার্স নিউ মোখলেছ ট্রেডার্সের পরিচালক মো. মোশাররফ হোসেনসহ জেলায় বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া হালখাতা অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক রিটেইলার, ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেরা ২০ জন বিক্রেতাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
এর মধ্যে প্রথম পুরস্কার মোটরসাইকেল জিতে নেয় উপজেলার পাগলা থানার গয়েশ্বপুর বাজারের মেসার্স স্বপন এন্টারপ্রাইজ, দ্বিতীয় পুরস্কার হিসেবে আরও একটি মোটরসাইকেল জিতে নেয় বিরুনীয়ার মেসার্স খান এন্টারপ্রাইজ। তৃতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ জিতে নেন চরআলগী ইউনিয়নের
মেসার্স ওমর ফারুক ট্রেডার্সের ফারুক হোসেন।
এছাড়া আরও ১৭ জন সেরা বিক্রেতা এবং বিশেষ বিক্রেতা হিসেবে আরও ১১ জনকে পুরস্কৃত করা হয়।
হালখাতা অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক রিটেইলারকে সাধারণ গিফট দেওয়া হয়। এছাড়া ছিল মধ্যাহ্নভোজের আয়োজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আপন আলোয় আলোকিত বসুন্ধরা সিমেন্ট। এর পেছনের মূল কারণ পণ্যের গুণ ও মান। আর এ কারণেই বসুন্ধরার প্রতিটি পণ্য বাজারের সেরা। তা এরই মধ্যে ক্রেতা মহলে প্রমাণিত। বসুন্ধরা গ্রুপ ভোক্তাদের এ আস্থা ধরে রাখতে অঙ্গীকারাবদ্ধ।
এসময় বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বসুন্ধরা গ্রুপের অবদান উল্লেখযোগ্য। সম্প্রতি স্বপ্নের পদ্মা সেতুসহ সব মেগা প্রকল্পের উন্নয়ন কাজে অবদান রাখছে বসুন্ধরা সিমেন্ট। এর মূল কারণ পণ্যের মান।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এসআই