ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. এস. এম. শহীদুল্লাহ খান প্রধান কার্যালয়ে কেক কেটে বার্ষিকী উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ পরিচালনা পর্ষদের সদস্যরা কাজী রুকুনউদ্দীন আহমেদ, অনন্যা দাশ গুপ্ত, স্বতন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়ান ব্যাংক ১৯৯৯ সালের ১৪ জুলাই একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংক মোট ১০৭টি শাখা, ১৬১টি এটিএম বুথ, ৩৪টি উপশাখা এবং ১৬টি কালেকশন বুথের মাধ্যমে সারাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
কেএআর