ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বে-টার্মিনাল নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেল জর্মানির ৪ প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
বে-টার্মিনাল নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেল জর্মানির ৪ প্রতিষ্ঠান

ঢাকা: চট্টগ্রামে বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জর্মানির চার প্রতিষ্ঠানকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের জানান, আজকের ক্রয় কমিটিতে টেবিলে উত্থাপিত প্রস্তাবসহ মোট ১৫টি প্রস্তাব উপস্থাপিত হলে সবগুলো প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে।  

অতিরিক্ত সচিব বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃক ‘বে-টার্মিনাল নির্মাণ’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে জর্মানির চার প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো সেলহর্নের, ডব্লিউএসপি, কেএস এবং অ্যাকোয়া। এতে মোট ব্যয় হবে ৫১ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।

সভায় অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে ৩টি আন্ডারপাস এবং পদুয়ার বাজার ইন্টারসেকশন ইউলুপ নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং-WP-01 এর পূর্ত কাজ যৌথভাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং হাসান টেকনো বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ২৮৯ কোটি ৭৫ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘কুমার নদ পুনঃখনন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ ২১ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৩৯১ টাকা ব্যয় হ্রাস করে সংশোধিত ১৫৪ কোটি ৪৩ লাখ ১২ হাজার ৫৪৭ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।