ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ডিন নির্বাচন ২৬ এপ্রিল

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১২
জাবির ডিন নির্বাচন ২৬ এপ্রিল

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।   বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ অধ্যাদেশ এর ২৬(৫) ধারায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ৬টি অনুষদের মধ্যে ৪টি অনুষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষদগুলো হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ, কলা ও মানবিকী অনুষদ, গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ।

নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা সোমবার ও চুড়ান্ত ভোটার তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। মনোয়নপত্র দাখিলের শেষ সময় ১১ এপ্রিল। প্রাথী তালিকা প্রকাশ করা হবে ১৬ এপ্রিল।

২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৮ঘণ্টা, মার্চ ৩১, ২০১২

ওয়ালিউল্লাহ
সম্পাদন: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।