ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

শিক্ষা

কাল থেকে ইবিতে শীতকালীন ছুটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
কাল থেকে ইবিতে শীতকালীন ছুটি

ইসলামী বিশ্ববিদ্যালয়, (ইবি): আগামীকাল সোমবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শীতকালীন ছুটি। সাপ্তাহিক ছুটিসহ মোট ১২দিন মৌসুমের ছুটি কার্যকর হবে প্রতিষ্ঠানটিতে।

উল্লেখ্য, ইবিতে শীতকালীন ছুটি ১০ দিন। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিকসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার থেকে ছুটি শুরু হলেও এদিন শুধু অফিস, চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ চলবে। ছুটি শেষে আগামী ৭ জানুয়ারি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু হবে।

রবিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানায়, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১০ দিন ও বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাম্পাসে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা ১২ দিনের ছুটি পাচ্ছেন। ছুটি চলাকালে আবাসিক হলসমূহ খোলা থাকবে। ছুটি শেষে আগামী ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।