ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

প্রতিভা অন্বেশন নীতিমালা আগামী শিক্ষাবর্ষ থেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, এপ্রিল ১১, ২০১২
প্রতিভা অন্বেশন নীতিমালা আগামী শিক্ষাবর্ষ থেকে

সৃজনশীল প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে সৃজনশীল প্রতিভা অন্বেশন নীতিমালা ২০১২ প্রণয়ন করেছে সরকার।

আগামী শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, এ নীতিমালার আওয়াতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষা লাভের জন্য শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার বিষয়েও সুযোগ রাখা হয়েছে নীতিমালায়।

বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

এসআর
সম্পদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।