ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির সিএসই বিভাগের নতুন প্রধান অধ্যাপক মাসুম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
শাবিপ্রবির সিএসই বিভাগের নতুন প্রধান অধ্যাপক মাসুম

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. মাসুম।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী।

তিনি জানান, সোমবার (২৩ জানুয়ারি) বিভাগের নতুন হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মো. মাসুম। তিনি অধ্যাপক ড. আব্দুল আল মুমিনের পদে স্থলাভিষিক্ত হন। আগামী ৩ বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। এসময় নতুন বিভাগীয় প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগের শিক্ষকরা।

দায়িত্বগ্রহণকালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুর রহমান, অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, অধ্যাপক ড. ফরিদা চৌধুরী, সহকারী অধ্যাপক আয়শা তাসনিম, সহকারী অধ্যাপক এনামুল হকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিজের অনুভূতি জানিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মাসুম বাংলানিউজকে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটি যথাযথভাবে পালন করতে চাই। এতে সবার সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।