ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

গুচ্ছকে ‘না’ ইবি শিক্ষক সমিতির!

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
গুচ্ছকে ‘না’ ইবি শিক্ষক সমিতির!

ইবি (কুষ্টিয়া): এবারও গুচ্ছ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে আসতে চান ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) শিক্ষকরা।  

শনিবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল থাকতে পারবে কিনা এনিয়ে শঙ্কা অনেকের।  

অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, গুচ্ছ প্রক্রিয়ায় নানা অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নিয়ে সভায় কার্যনির্বাহী সদস্যদের সবাই নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন। দ্রুতই বিষয়টি চিঠি আকারে উপাচার্যকে জানানো হবে। এছাড়া সভায় শিক্ষার্থী বান্ধব প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করতে পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিল সভায় সিন্ধান্ত নেওয়ার জন্য উপাচার্যকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

গত বছরের মতো সিদ্ধান্তে পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আজকের এই এজেন্ডায় সব শিক্ষকরা একমত পোষণ করেছেন। এখন পর্যন্ত শিক্ষকরা একাট্টা রয়েছেন। অ্যাকাডেমিক কাউন্সিল সভায় আমাদের সিদ্ধান্তের বিপক্ষে মত এলে সব শিক্ষকের মতামত নেওয়ার জন্য দ্রুত সাধারণ সভা ডাকা হবে।  

প্রসঙ্গত, গত বছরও নানা ভোগান্তির পরিপ্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথম দিকে গুচ্ছের বিপক্ষে ‘অনড়’ অবস্থান নিলেও পরবর্তীকালে ‘শর্তসাপেক্ষে’ সিদ্ধান্ত পরিবর্তন করে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।