ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

চুয়েটে চাকরি মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, মে ৫, ২০১২

চট্টগ্রাম: বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি সর্ম্পকে ধারণা দিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শনিবার প্রথমবারের মতো হয়ে গেলো ‘চাকরি মেলা’।

চুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা।

সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে মেলা। এ মেলায় মোট ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে বাংলাদেশে চাকরির বাজার এবং এর বিভিন্ন দিক নিয়ে সেমিনারও অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান মো. হযরত আলী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মো. রফিকুল আলম এবং নিবন্ধক (রেজিস্ট্রার) প্রকৌশলী মো. সফিকুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ০৫, ২০১২
এমবিএম/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।