ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাংলা দ্বিতীয়পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১০৫২, বহিষ্কার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মে ৩, ২০২৩
বাংলা দ্বিতীয়পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১০৫২, বহিষ্কার ১

বরিশাল: এসএসসি পরীক্ষার বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্রে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলো ১ হাজার ৫২ জন পরীক্ষার্থী। এই পরীক্ষায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

মঙ্গলবার (০২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।

তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১৯০ টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৮৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিলো। তবে এরমধ্যে অংশগ্রহণ করেছে ৮৪ হাজার ২৫৩ জন পরীক্ষার্থী। ফলে অনুপস্থিতির সংখ্যা ১০৫২ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ২৩।

বোর্ড সূত্রে জানাগেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২৭৭ জন রয়েছে, এরপর ভোলায় ২৩২জন, পটুয়াখালীতে ২১০ জন, পিরোজপুরে ১২৪ জন, বরগুনায় ১০৭ ও ঝালকাঠিতে ১০২ জন রয়েছে।

অপরদিকে পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।