ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরার ২৪৬ জন মাদরাসা শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ১০, ২০২৩
সাতক্ষীরার ২৪৬ জন মাদরাসা শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার

সাতক্ষীরা: নবম ও দশম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সাতক্ষীরা সদর উপজেলার ২৪৬ জন মাদরাসা শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব (ট্যাবলেট) দেওয়া হয়েছে।

বুধবার (১০ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলা পরিষেদর হলরুমে তাদের হাতে ট্যাবগুলো তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্যাব বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেব, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী ট্যাবগুলো উপহার দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরা দেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে নানামুখী ভূমিকা রাখবে। কারণ আজকের শিশু আগামী দিনে ভবিষ্যত।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ