ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঘূর্ণিঝড়ে স্থগিত কারিগরির এসএসসি পরীক্ষা ২৭ মে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ২০, ২০২৩
ঘূর্ণিঝড়ে স্থগিত কারিগরির এসএসসি পরীক্ষা ২৭ মে 

ঢাকা: ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলের (ভোকেশনাল) স্থগিত পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে।  

শনিবার (২০ মে) কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, গত ১৪ মে পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের (কোড-১৯২৫) পরীক্ষা ছিল। এ পরীক্ষাটি আগামী ২৭ মে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।  

এর আগে ঘূর্ণিঝড়ের কারণে চলমান এসএসসি ও সমমানের ১৪ ও ১৫ মের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। সাধারণ বোর্ডের এসএসসি ও মাদ্রাসা বোর্ডের দাখিলের পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ২০, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।