ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পর শাকসু নির্বাচন চায় ছাত্রদল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪২, অক্টোবর ২০, ২০২৫
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পর শাকসু নির্বাচন চায় ছাত্রদল

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা প্রতিযোগিতা নয়, বরং “অসম প্রতিদ্বন্দ্বিতা” হবে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ছাত্রদল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রদল নেতা নাঈম সরকার। তিনি বলেন, ক্যাম্পাসে যেসব সংগঠন প্রশাসনের ছায়ায় কিংবা গোপনে কার্যক্রম চালিয়েছে, তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবে। ফলে প্রতিযোগিতার পরিবেশ নয়, বরং অসম প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। গণতন্ত্রের সৌন্দর্য হলো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তে কিছু নির্দিষ্ট পক্ষের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। দীর্ঘ ১০ মাস ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ ছিল। আমরা কর্মসূচি পালন করতে পারিনি। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের জন্য আমরা বারবার দাবি জানিয়েছি। বর্তমানে ছোট ছোট কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছি। যেসব সমস্যার কথা বলেছি, সেগুলো সমাধান হলে তবেই সমান সুযোগ তৈরি হবে।

নাঈম সরকার বলেন, সম্প্রতি শাকসু নির্বাচন ঘিরে ছাত্ররাজনীতির আংশিক অনুমোদন দেওয়া হলেও তাঁরা বাস্তবে সক্রিয় হওয়ার সুযোগ পাননি। যেসব বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে ৫ আগস্টের পর ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল না। কিন্তু শাবিপ্রবি প্রশাসন ইচ্ছাকৃতভাবে ছাত্ররাজনীতি স্থগিত রেখে এখন তাড়াহুড়ো করে নির্বাচন আয়োজন করতে চাইছে— এটা কার স্বার্থে, সেটি এখন সবার প্রশ্ন।

আবাসিক হলে আসন বণ্টনে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, যে প্রশাসন আসন বরাদ্দে ন্যায্যতা নিশ্চিত করতে পারে না, তারা কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে? সময়োপযোগী প্রস্তুতি ও সমান সুযোগ নিশ্চিত না করে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহসভাপতি উসামা ইব্রাহিম ও মাহির আসিফ, দপ্তর সম্পাদক শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আদনান মোহন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুনতাসির মামুন ও ছাত্রদল কর্মী সামিন ইশমাম।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।