ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে জাতীয় শুদ্ধাচার বিষয়ক কর্মশালা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ৩০, ২০২৩
শাবিপ্রবিতে জাতীয় শুদ্ধাচার বিষয়ক কর্মশালা

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল (এপিএ) বিষয়ক ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন এবং তথ্য অধিকার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার সলিম মো. আবদুল কাদের, এপিএ কমিটির ফোকাল পয়েন্ট ও ডেপুটি রেজিস্ট্রার আ. ফ. ম মিফতাউল হক উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার (৩১ মে) এ কর্মশালার সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অথিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও বিশ্ববিদ্যালয়  মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।