ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নতুন কারিকুলাম ষষ্ঠ-সপ্তম শ্রেণির ট্রান্সক্রিপ্ট বিতরণ, পারফমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরের দিকে জেলা সদর উপজেলার গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশে শিক্ষার্থীর মধ্যে ট্রান্সক্রিপ্ট ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

 

প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি হাবীব আহমাদ উলুব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রংপুর অঞ্চলের সাবেক উপ-পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান।  

বিশেষ অতিথি হিসেবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন,সহকারী পরিদর্শক দৌলতউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুক্তা সেন ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শাহাজান-ই হাবিব উপস্থিত ছিলেন।

এছাড়া শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নতুন কারিকুলাম অগ্রণী ভূমিকা পালন করবে। আর এতে সন্তানদের প্রতি আরও অভিভাবকদের প্রতি গুরুত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।