ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

শিক্ষার্থীদের এআইর ব্যবহার কমানোর আহ্বান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, সেপ্টেম্বর ২৩, ২০২৫
শিক্ষার্থীদের এআইর ব্যবহার কমানোর আহ্বান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের 

শিক্ষার্থীদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার কমিয়ে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে প্রোগ্রামিংয়ের বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী হতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন ফ্রন্টিয়ার টেকনোলজি ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. মশিউর রহমান।  

সোমবার (২২ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের ক্যারিয়ার সেন্টার আয়োজিত ইন্ট্রোডাকশন টু কমপিটিটিভ প্রোগ্রামিং শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সৌরভ চন্দ্র দাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রোগ্রামিংবিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গোড়ে তোলার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান শিক্ষার্থীদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার কমিয়ে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে প্রোগ্রামিংয়ের বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী হতে শিক্ষার্থীদের আহ্বান জানান।

প্রশিক্ষণটিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা অংশ নেন। উক্ত সেশনে উপস্থিত ছিলেন ক্যারিয়ার সেন্টারের পরিচালক মো. ছানাউল্লাহ ও সহযোগী পরিচালক আবুল আলা ওয়ালিদ।

এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ