শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বসানো হচ্ছে নতুন ৫০টি বিন। এই বিন থেকে ময়লা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত কারণের মাধ্যমে তৈরি করা হবে জৈবসার।
শনিবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রাথমিকভাবে ৫০টি বিন স্থাপন করা হবে। এসব বিন থেকে রাসায়নিক পদার্থ, শাকসবজি-ফলমূলের খোসাসহ তিন ধরনের ময়লা সংগ্রহ করা হবে। এরপর মেশিনে প্রক্রিয়াজাত করে জৈবসার তৈরি করা হবে। পরবর্তীতে সারগুলো ক্যাম্পাসের বৃক্ষের পুষ্টিগুণ বৃদ্ধিতে ব্যবহার করা হবে।
বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
এসএম