ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

শিক্ষকদের বাড়ি ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছিল শিক্ষা মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, অক্টোবর ৬, ২০২৫
শিক্ষকদের বাড়ি ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছিল শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও, কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল।

বাড়ি ভাড়া ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ সৃষ্টির পর এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির জন্য অতিরিক্ত অর্থ সংস্থান প্রসঙ্গে অর্থ উপদেষ্টাকে গত বছরের ৭ আগস্ট বেসরকারি পত্র (ডিও) দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে দেওয়া ডিও লেটারে শিক্ষা উপদেষ্টা লিখেছেন, আপনি অবগত আছেন যে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। সারাদেশের শিক্ষকগণের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ তাদের কল্যাণ এবং শিক্ষা প্রদানের সার্বিক পরিষেবা উন্নয়ন সরকারের দায়িত্ব। কিন্তু বিগত সময়ে শিক্ষা খাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য ভৌত অবকাঠামো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার মাধ্যমে শিক্ষার বাজেট সংকোচন করা হয়েছে। ফলে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে নানারকম বৈষম্য প্রতিফলিত হচ্ছে। এ সংকট উত্তরণের লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে। শিক্ষা খাতের ব্যয় বাড়ানো হলে শিক্ষার উন্নয়নসহ শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার ও পেশাদারিত্বের মান বৃদ্ধিসহ অন্যান্য বৈষম্য হ্রাস পাবে।

আপনি আরও অবগত আছেন যে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিও পত্র প্রদানের প্রেক্ষিতে অর্থ বিভাগ থেকে শিক্ষকদের উৎসব বোনাস ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু কর্মচারীদের বিদ্যমান বোনাস ৫০ শতাংশ থেকে বৃদ্ধি না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে। এ সমস্যা নিরসনে কর্মচারীদের বোনাস ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দাবি এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১০০০ টাকা হতে ২০০০ টাকা ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১০০০ টাকা বৃদ্ধিকরণের বিষয়টি গত ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ ডিও পত্রের মাধ্যমে অনুরোধ করা হয়েছিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পেশাদারিত্বের মান বৃদ্ধিকল্পে তাদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করাও প্রয়োজন।

শিক্ষা উপদেষ্টা লিখেন, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সংখ্যা প্রায় ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মাসিক ২০০০ টাকা হলে ৪৫৬.৮৯ কোটি, চিকিৎসা ভাতা মাসিক ১০০০ টাকা হলে ২২৮.৪৫ কোটি এবং কর্মচারীদের উৎসব ভাতা হার ৭৫ শতাংশ করা হলে ৮৪ কোটি—সর্বমোট ৭৬৯.৩৩ কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বিক কল্যাণ এবং দীর্ঘদিনের সমস্যা নিরসনের অংশ হিসেবে উল্লিখিত খাতসমূহে আর্থিক সুবিধা বৃদ্ধির ফলে শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নসহ শিক্ষার সার্বিক মানোন্নয়নে সহায়তা করবে।

শিক্ষা উপদেষ্টা ডিও লেটারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনান্তে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ৭৬৯.৩৩ কোটি টাকা সংস্থানের জন্য অর্থ উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন।

এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ