ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাংবাদিকদের ওপর হামলা: হোতাদের বাদ দিয়েই ৮ জনকে অব্যাহতি ছাত্রলীগের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
সাংবাদিকদের ওপর হামলা: হোতাদের বাদ দিয়েই ৮ জনকে অব্যাহতি ছাত্রলীগের

রাজশাহী: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজশাহী কলেজে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটজনকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ।  

রোববার (১২ নভেম্বর) রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফরের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তবে অভিযোগ উঠেছে, ঘটনার সঙ্গে জড়িত মূল চারজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তাদের ছাড় দেওয়া হয়েছে।

যে আটজনকে অব্যাহতি দেওয়া হয়েছে- রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী মাসুদ রানা, সাহেদুজ্জামান বাপ্পী, সাজেদুর রহমান সিজার, মেহেদী হাসান, সিরাজুল ইসলাম সিরাজ, শরীফ আহমেদ আকাশ, মারুফ হোসেন ও রাকিব ইকবাল।  

তবে সাঈদ হাসান আশিক, আশফিকুর রহমান সজিব, আশিকুর রহমান ও আবদুর রহিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরা সবাই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাফরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

ভুক্তভোগী সাংবাদিক আবু সাইদ রনি জানিয়েছেন, হামলার সময় ছাত্রলীগের এই চার কর্মীও উপস্থিত ছিল। অথচ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর জানান, তারা একটা তদন্ত কমিটি করেছিলেন। তদন্ত কমিটি যাদের নাম দিয়েছে, তাদেরকে শনিবার (১১ নভেম্বর) অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার গঠন করা তদন্ত কমিটি হামলার শিকার সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি।  

এ প্রসঙ্গে জানতে চাইলে জাফর বলেন, আমি এটা জানি না, তাই বলতে পারব না। আর ঘটনার সময় রাজশাহী কলেজ অধ্যক্ষ নিজেই উপস্থিত ছিলেন। তার সঙ্গে তো কথা হয়েছে।  

তিনি অন্য কারও নাম জানাননি বলে দাবি করেন আশরাফুল ইসলাম জাফর।

এর আগে নিয়মবহির্ভূতভাবে পরীক্ষা দিতে না দেওয়ায় গত ৯ নভেম্বর দুপুরে রাজশাহী কলেজের গণিত বিভাগে ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের ভাঙচুরের ছবি তুলতে গেলে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ রনি ও সংগঠনের সদস্য আবদুল আলীমকে মারধর করেন তারা। এ সময় সাংবাদিকদের মোবাইলফোনও কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে আহত দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়।  

এই ঘটনায় শুক্রবার (১০ নভেম্বর) রাতে আহত সাংবাদিক রনি বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগে ‘ছাড় পাওয়া’ ওই ছাত্রলীগ কর্মীদের নাম রয়েছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানিয়েছেন, অভিযোগটি পাওয়ার পর তার তদন্ত চলছে। তদন্ত শেষ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।