ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

প্রতারণার দায়ে রাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
প্রতারণার দায়ে রাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

রাজশাহী: মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের অধ্যাপক জুলফিকার আহম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৪ নভেম্বর ৫২৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আগের একটি অভিযোগের তদন্ত সাপেক্ষে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগের সার্বিক দিক খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ’

এদিকে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র ও সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসায় প্রতারণার অভিযোগে ২০১৩ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের ৪৪৮তম সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কিন্তু ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। তিনি নিয়ম বহির্ভূতভাবে দুটি সরকারি প্রতিষ্ঠানে একই সময়ে পূর্ণকালীন চাকরি করেছেন।

কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ওই একই অভিযোগ এনে তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ৫২৬তম সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।