ঢাকা: নবনিযুক্ত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, কমিটমেন্ট (প্রতিশ্রুতি) পূরণ করার ক্ষেত্রে আমি প্রায়োরিটি (অগ্রাধিকার) দেবো। যে কাজগুলো বিগত দিনে হয়ে আসছে, সেগুলো তো আর থেমে থাকবে না, সামনের দিকে এগিয়ে যাবে।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে রোববার (১৪ জানুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় নিয়ে রুমানা আলী বলেন, আমি চেষ্টা করব যাতে সমন্বয়টা হয়। যাতে সবাইকে একটা সুন্দর জায়গায় নিতে পারি। কারণ, এটা তো জেনারেশন তৈরির একটা জায়গা। সেখানে আমাদের স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। কারণ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের স্মার্ট নাগরিক দরকার। সে জায়গা থেকে আমাদের কাজ শুরু হবে।
গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রুমানা আলী। টানা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রয়াত সদস্য অ্যাডভোকেট রহমত আলীর কন্যা রুমানা আলী।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এমআইএইচ/আরএইচ