ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

সড়ক বন্ধ করে ইবতেদায়ী শিক্ষকদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, অক্টোবর ২২, ২০২৫
সড়ক বন্ধ করে ইবতেদায়ী শিক্ষকদের বিক্ষোভ জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষকরা।‌ ছবি: ডিএইচ বাদল

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষকরা। ‌

বুধবার (২২ আগস্ট ) দুপুর ১২টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখী পদযাত্রা করলে বাধা দেয় পুলিশ।

‌এতে কদম ফোয়ারার সামনে শিক্ষকরা রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষকরা রাস্তার ওপর বসে বিক্ষোভ করায় তোপখানা সড়কসহ আশেপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।  

তাদের দাবিগুলো হলো- ১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারি সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন।  

২. শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ।

৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ।

৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ।

৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ।

প্রতিবেদন লেখার সময় শিক্ষকদের সড়কের ওপরে অবস্থান করতে দেখা যায়। এসময় অনেকে দুপুরের নামাজও আদায় করছিলেন সড়কে।

ডিএইচবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।