ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে প্রাথমিক-মাধ্যমিক স্কুল সোম-মঙ্গলবার বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
নীলফামারীতে প্রাথমিক-মাধ্যমিক স্কুল সোম-মঙ্গলবার বন্ধ ঘোষণা

নীলফামারী: তীব্র শীত, কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে নীলফামারীর ৬টি উপজেলায় সোমবার (২২ জানুয়ারি) ও মঙ্গলবার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।  

এ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী দুই দিনের জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে হঠাৎ এই সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে ফিরে গেছে। বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা ফোন করে বন্ধের কথা জানান।  

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, নীলফামারী জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও প্রচণ্ড ঠাণ্ডা অনুভূত হচ্ছে। সেই সঙ্গে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন তাপমাত্রা কমে যাওয়ায় স্কুলে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।