ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

৬ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা, স্কুল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
৬ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা, স্কুল বন্ধ

চুয়াডাঙ্গা: জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ এখন মাঝারি শৈত্প্রবাহে রূপ নিয়েছে। তাপমাত্রা প্রতিদিনই নিচের দিকে নামছে এবং শীতের তীব্রতা বাড়ছে।

এক দিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে এ জেলার তাপমাত্রা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯োটায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

বেলা বাড়ার পর অনেক দেরিতে সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ না থাকা, ঘন কুয়াশা এবং উত্তরের কনকনে হিমেল বাতাস বয়ে যাওয়ার কারণে তীব্র শীত স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটাচ্ছে।

চলমান এ শৈত্যপ্রবাহের কারণে মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলার সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের মঙ্গলবার শ্রেণি কার্যক্রম, ক্লাস, পরীক্ষা বন্ধ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান জানান, তীব্র শীতের কারণে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। তিনি বলেন, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল রয়েছে।  

জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় আজ বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ থাকার বিষয়টি গতকাল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ দ্বিতীয় দিনে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, এটি এ জেলার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

বাংলাদেশ সময়: ১১৫৪  ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।