ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

শিক্ষা

খুবি শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ, সম্পাদক রকিবুল 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
খুবি শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ, সম্পাদক রকিবুল 

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৪ এ সভাপতি পদে ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম ফিরোজ ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সারওয়ার জাহান পেয়েছেন ১২৮ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. বিধান চন্দ্র সরকার পেয়েছেন ১৫২ ভোট।  

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি প্রফেসর ড. তরুণ কান্তি বোস (ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন), যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. আরিফুল ইসলাম (গণিত ডিসিপ্লিন), কোষাধ্যক্ষ প্রফেসর ড. ওয়াসিম সাব্বির (ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন), সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. ইকবাল আহম্মেদ (ফার্মেসি ডিসিপ্লিন) এবং প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক মাহমুদ-উজ-জামান (নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন)।  

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- সহকারী অধ্যাপক মো. সোহেল পারভেজ (পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন), প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন), প্রফেসর ড. তৌফিক-ই আহমেদ শুভ (সমাজবিজ্ঞান ডিসিপ্লিন), সহযোগী অধ্যাপক আসমা উল হুসনা (ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন), সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম (ফার্মেসি ডিসিপ্লিন) এবং প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ (প্রিন্টমেকিং ডিসিপ্লিন)।  

এর আগে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে বুধবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে বেলা আড়াইটায় ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক, উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং বেলা ১টার দিকে রসায়ন ডিসিপ্লিনের শিক্ষক, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ভোট দেন। এসময় তারা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
এবারের নির্বাচনে মোট ৪৯৭ জন ভোটারের মধ্যে ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

ভোটগ্রহণের পর গণনা শেষে রাত পৌনে ১০টায় ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার।

উপাচার্যের অভিনন্দন: খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন-২০২৩ এ সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীসহ নবনির্বাচিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।  

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় ধারাবাহিকভাবে যে সাফল্য পাচ্ছে তার গর্বিত অংশীদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যেসব উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি সার্বিক সহায়তা করবে।
তিনি নবনির্বাচিত কমিটির কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এমআরএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।