ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে স্কুলের ছুটি বাড়ল আরও ২ দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
নীলফামারীতে স্কুলের ছুটি বাড়ল আরও ২ দিন

নীলফামারী: চলমান শৈত্যপ্রবাহে নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও দুই দিন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান স্বাক্ষরিত পত্রে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, চলমান শৈত্যপ্রবাহের কারণে জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। এ কারণে মাউশির নির্দেশনা মোতাবেক ২৯ ও ৩০ জানুয়ারি (সোমবার ও মঙ্গলবার) মাধ্যমিক স্তরে শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র জানায়, রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) ঝলমলে রোদ উঠলেও কনকনে শীত অনুভূত হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।