ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

সন্তানদের মানুষের মতো মানুষ বানান: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
সন্তানদের মানুষের মতো মানুষ বানান: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, পৃথিবীর যত দুর্নীতি, অপকর্ম হয়, এগুলো গরিব অশিক্ষিত মানুষ করে না। শিক্ষিত মানুষ করে।

তাই আপনাদের কাছে অনুরোধ। আপনারা আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ বানান।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ জেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আজ থেকে বিশ বছর আগে আমার দুনিয়ার কোনো কাজ অসাধ্য মনে হতো না। বয়সের সাথে অনেক কিছু চেঞ্জ হয়। এখন হতাশা কাজ করে। একটা মানুষ শেখ হাসিনা কীভাবে একা দেশটা টানবে।

তিনি বলেন, আমার বাবা কোনোদিন চায়নি আমি রাজনীতি করি। আমিও চাইনি রাজনীতি করতে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যুদ্ধের সময় আমরা কাশিপুরের একটি বাসায় ছিলাম। আমি দেখলাম, প্রতিটা মানুষ আমার মাকে সালাম করছে। কারো হাতে দোনলা বন্দুক, কারো হাতে কুড়াল। সবাই বলছিল, দোয়া করবেন যেন দেশের জন্য জীবন দিতে পারি। আমি বললাম, এরা মরতে চাইছে কেন? মা বলতো, স্বাধীনতার জন্য। আমি বললাম, স্বাধীনতা কী? মা বলল, স্বাধীনতা মানে শেখ মুজিব।

মতবিনিময় সভায় উপস্থিত মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে শামীম ওসমান বলেন, আমি আজ এখানে আলোর ঝলকানি দেখলাম। আমার দেশ দাঁড়াবে। আপনাদের মতো শিক্ষক আর এদের মতো অফিসার যতদিন আছে, এ দেশ মাথা তুলে দাঁড়াবেই।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।