ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

ছাত্র ফেডারেশন থেকে সরে গেলেন উমামা ফাতেমা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
ছাত্র ফেডারেশন থেকে সরে গেলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা তার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) বাংলানিউজকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

উমামা ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

বাংলানিউজকে তিনি বলেন, আমি ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিয়েছি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু একটি রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে, এ পরিস্থিতিতে আমি আরও ভালো অবদান রাখতে পারি।

নতুন কোনো রাজনৈতিক সংগঠন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সেখানে যুক্ত হবেন কি না, জানতে চাইলে উমামা বলেন, আমি এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।

এর আগে ফেসবুকে এক পোস্টে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন উমামা। তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার দীর্ঘদিনের পথচলা। এই জুলাই গণঅভ্যুত্থানে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেকের চিন্তা-চেতনার জগতকে যেমন পাল্টে দিয়েছে, তেমনই কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে!

পরিবর্তিত পরিস্থিতিতে, সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় আমার পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতির আবেদন করি, যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ