ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক মোস্তাফিজুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক মোস্তাফিজুর রহমান কাজী মো. মোস্তাফিজুর রহমান

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমানকে বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।  

রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সোমবার (২৩ সেপ্টেম্বর) এই নিয়োগ দেন।

নবনিযুক্ত পরিচালক তার দায়িত্বে যোগও দিয়েছেন।

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানিয়েছেন, অধ্যাপক কাজী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৩ ও ১৯৮৪ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি প্রভাষক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগ দেন ও ২০০৬ সালে প্রফেসর পদে উন্নীত হন।

তার ছয়টি গবেষণাগ্রন্থ, ১০টি গ্রন্থের অধ্যায় ও ৩৫টি প্রবন্ধসহ ১৬টি অন্যান্য প্রকাশনা দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখযোগ্যসংখ্যক সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপে অংশ নিয়েছেন। তার তত্ত্বাবধানে চারটি পিএইচডি ও একটি এমফিল গবেষণা সম্পন্ন হয়েছে এবং একটি এমফিল ও দুটি পিএইচডি গবেষণা তত্ত্বাবধান চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ