ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার ড. শামীম রেজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার ড. শামীম রেজা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ড. শামীম রেজা (অব.)।  

তিনি বুধবার (২৫ সেপ্টেম্বর) কর্মস্থলে যোগদান করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২১ এর ধারা ৩৩ (১) অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় -১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে নিয়োগ দেওয়া হয়।  

ড. শামীম রেজা আগামী চার বছর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।