ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

‘বিভিন্ন দপ্তরে অনির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
‘বিভিন্ন দপ্তরে অনির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে’ মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

ঢাকা: সরকারের বিভিন্ন দপ্তরে ‘অনির্বাচিত’ ছাত্রপ্রতিনিধিদের পদত্যাগের দাবি করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকা) শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

রোববার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এই দাবি জানান।

 

এ সময় বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ব্যানারে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদুজ্জামান শিপন বলেন, বাংলাদেশের কোনো সরকারি দপ্তরে আমরা অনির্বাচিত ছাত্রপ্রতিনিধি দেখতে চাই না। তাদের সবাইকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র প্রতিনিধির নামে যে বৈষম্য চলছে তার বিরুদ্ধে অবস্থান নেবে।  

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের বেশে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধীর ব্যানারে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া চলছে। কেউ যদি এই ব্যানার ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কঠোর অবস্থান নিতে ভুল করবো না।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের দোসররা অবস্থান করছে জানিয়ে নাহিদুজ্জামান শিপন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অসংখ্য ছাত্র নির্যাতনকারী, ছাত্রলীগের দোসর, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা সাধারণ শিক্ষার্থী বেশে এখনো ফ্যাসিস্ট ব্যবস্থা চালু করার চেষ্টা করছে। যদি কাউকে দেখেন ছাত্রলীগের দোসরের ভূমিকায় ছিল তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবগত করবেন।  

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওনসহ আনিসুর রহমান খন্দকার অনিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এফএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।