ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন, প্রচারণায় মানতে হবে যেসব নির্দেশনা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, আগস্ট ২৭, ২০২৫
ডাকসু নির্বাচন, প্রচারণায় মানতে হবে যেসব নির্দেশনা ডাকসু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ঘিরে নির্বাচনী প্রচারণার বিষয়ে অতিজরুরি নির্দেশনা দিয়েছে রিটার্নিং কর্মকর্তার দপ্তর।

বুধবার (২৭ আগস্ট) ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের রিটার্নিং অফিসার ও আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আচরণবিধির ধারা ৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারের জন্য শুধুমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপিয়ে বিলি করা যাবে। এর বাইরে পিভিসি, কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার, ফেস্টুন, বোর্ড ইত্যাদি টাঙানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

যেসব প্রার্থী ইতোমধ্যে এসব উপকরণ ব্যবহার করে প্রচার চালাচ্ছেন, তাদের আজ বিকেল ৩টার মধ্যে নিজ উদ্যোগে সব সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টাস্কফোর্স জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, সব প্রার্থী ও সমর্থকদের নির্বাচনকালীন সময়জুড়ে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।  

এফএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ