ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

টিএসসিতে নির্বাচনী কর্মকর্তার সঙ্গে ছাত্রদল নেতাদের বাগবিতণ্ডা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, সেপ্টেম্বর ৯, ২০২৫
টিএসসিতে নির্বাচনী কর্মকর্তার সঙ্গে ছাত্রদল নেতাদের বাগবিতণ্ডা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।  

তাদের অভিযোগ, সেই কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ বেশ কয়েকজন।

তারা সেখানে নির্বাচনী কর্মকর্তা সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। সেখানে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।  

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নির্বাচনী কর্মকর্তারা শিবির প্যানেলের পক্ষে কাজ করছেন। কেন্দ্রে শিবির কর্মীরা ভোটারদের টোকেন ধরিয়ে দিচ্ছেন। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেন।  

এফএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।