ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাকসু নির্বাচন: ৫ হলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, অক্টোবর ১৭, ২০২৫
রাকসু নির্বাচন: ৫ হলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার মোস্তাকুর রহমান জাহিদ, সালাউদ্দিন আম্মার ও এসএম সালমান সাব্বির (বাঁ থেকে)

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মুন্নুজান হল, রোকেয়া হল, তাপসী রাবেয়া হল, খালেদা জিয়া হল এবং রহমতুনেসা হলের ভোটগণনা শেষ হয়েছে। এই পাঁচ হলে সহ-সভাপতি (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে রয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সোয়া ১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৩ হাজার ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নুর উদ্দিন আবীর পেয়েছেন ৯০৬ ভোট।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছেন ২ হাজার ৮৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ১ হাজার ৬৪১ ভোট। এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলের নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ৩৫৯ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এসএম সালমান সাব্বির পেয়েছেন ১ হাজার ৭৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১ হাজার ৩৩৪ ভোট।

** রাকসু নির্বাচন: ৩ হলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
** মুন্নুজান হলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
** রাকসু নির্বাচনে সবার সহযোগিতায় চ্যালেঞ্জ উত্তরণ সম্ভব হয়েছে: ভিসি

এমইউএম/এসসি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।