ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির আবেদনের সময় বাড়লো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির আবেদনের সময় বাড়লো

ঢাকা: স্নাতক (সম্মান ১ম বর্ষ) শ্রেণীর ভর্তির আবেদনের সময় আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অসম্পূর্ণ ডাটা পাওয়ার কারণে শিক্ষার্থীরা শুধুমাত্র বাংলা ও ইংরেজি বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পেরেছে। বিষয়টি অবহিত করা হলে গত ১৭ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সংশোধিত ডাটা সরবরাহ করে।

শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনায় এনে কর্তৃপক্ষ ভর্তির আবেদনের শেষ পর্যায় এসে টেকনিক্যাল ও প্রশাসনিক অসুবিধা সত্ত্বেও উক্ত সংশোধিত ডাটা ভর্তি কার্যক্রমের সফটওয়্যারে নতুনভাবে আপলোড করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের বাণিজ্য শাখায় বিষয় পছন্দের সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ যেসব শিক্ষার্থীরা ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমে এখনও আবেদন করেনি তারা স্বাভাবিক প্রক্রিয়ায় অনলাইনে উল্লিখিত তারিখের মধ্যে আবেদন করতে পারবে।

কারিগরি শিক্ষা বোর্ডের যেসব শিক্ষার্থী ১৯ নভেম্বর বা তারও আগে ভর্তি কার্যক্রমে আবেদন করেছে কিন্তু সংশ্লিষ্ট কলেজ যাদের নিশ্চয়ন এখনো করেনি, সে শিক্ষার্থী চাইলে তাদের আবেদন বাতিল করে পুনরায় আবেদন ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে পারবে।

আবেদন ফরম বাতিল করতে হলে আগামী ২৩ নভেম্বরের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এ ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সাদা কাগজে আবেদন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরমটি বাতিল করলে সংশ্লিষ্ট শিক্ষাথীকে এসএমএস’র মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে এবং ওই শিক্ষার্থী নতুন করে আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভর্তি কার্যক্রমে কিছু অসাধু ব্যক্তি অন্যের আবেদন ফরমে কুরুচিপূর্ণ ছবি আপলোড করছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের তিন শিক্ষার্থীর আবেদন ফরমে আপত্তিকর ছবি সংযোজন করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেল তাৎক্ষনিকভাবে ওই ফরম বাতিল করে শিক্ষার্থীদের জানিয়ে দেয় এবং শিক্ষার্থীরা এরপর পুনরায় সঠিকভাবে আবদেন ফরম পূরণ করে কলেজে জমা দেয়।

শিক্ষা সংক্রান্ত ব্যক্তিগত তথ্য যেন এ ধরনের অশুভ চক্রের হাতে না যায় সে বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

নতুন এ বিজ্ঞপ্তি ও সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। আগামী ১৯ ডিসেম্বর (শুক্রবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।