ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে স্নাতক বর্ষের ভর্তি রোববার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
বাকৃবিতে স্নাতক বর্ষের ভর্তি রোববার

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) মেধা তালিকায় অনুসারে ভর্তি কার্যক্রম রোববার থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ওই সময়ের মধ্যে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়াও যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd ) পাওয়া যাবে।

ভর্তির সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার জন্য প্রদত্ত প্রবেশপত্র, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোডকরা ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরমসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট, এইচএসসির মূল প্রশংসাপত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ভর্তি ফি বাবদ একজন শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন করতে মোট ৬হাজার ২১৪ টাকা জমা দিতে হবে।

এর আগে অনলাইনে চান্স পাওয়া শিক্ষার্থীদের অনুষদ ভিত্তিক পছন্দ ফরম পূরণ করতে হয়েছে। পছন্দ অনুযায়ী অনুষদে আসন খালি থাকার শর্তে মেধা তালিকা থেকে ভর্তি করা হবে শিক্ষার্থীদের। পরবর্তীতে আসন খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করে আসন পূরণ করা হবে।

অপেক্ষায়মান তালিকা থাকা শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত হয়ে রিপোর্টের জন্য ৩০ নভেম্বর এবং ভর্তির জন্য ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।