ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২ বছর ধরে বন্ধ পবিপ্রবির ক্যান্টিন

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
২ বছর ধরে বন্ধ পবিপ্রবির ক্যান্টিন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় ক্যান্টিন দীর্ঘ দুই বছর ধরে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের।



এদিকে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে ক্যান্টিনটি। কোনো নজরদারি ও সংস্কার না থাকায় ক্যান্টিন ভবনের সবগুলো জানালার কাঁচ ভেঙে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে টিনে মরিচা ধরে খসে পড়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যান্টিনের ইজারাদার মো. সোহাগের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের বিরোধের জেরে ২০১৩ সালের ২২ জানুয়ারি ক্যান্টিনে ভাঙচুর চালায় ওই ছাত্ররা।

এ ঘটনার পর ক্যান্টিন বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর ক্যান্টিন পুনরায় চালুর ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

ক্যান্টিন সুবিধা না থাকায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। এখন শিক্ষার্থীদের নাস্তাসহ খাবারের জন্য ক্যাম্পাসের মূল ফটক এলাকায় যেতে হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মাহবুব নাহিদ ও তাজিন বলেন, ক্যান্টিন না থাকায় আমাদের এখন প্রথম গেটে বা দ্বিতীয় গেটে গিয়ে নাস্তা করতে হয়। ক্লাসের ফাঁকে এতো দূরে নাস্তা করতে গেলে অনকে সময় ক্লাস মিস করতে হয়।

অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী সঞ্চি ও ইমা বলেন, ক্যান্টিনে আমরা খাবার কম দামে পেতাম। এতে আমাদের বেশ সুবিধা হতো। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এ সুবিধা হতে বঞ্চিত।

শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে ক্যান্টিনটি চালু করা হোক। এ দাবিতে মানববন্ধন করা হবে বলেও তারা জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুদ্দিন বাংলানিউজকে বলেন, আগামী জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে টিএসএসি চালু হবে। সেখানে ক্যান্টিন সংযোজন করা হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।