ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গাংনীতে পিএসসি পরীক্ষায় ৪ শিক্ষক বহিস্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
গাংনীতে পিএসসি পরীক্ষায় ৪ শিক্ষক বহিস্কার

মেহেরপুর: মেহেরপুর গাংনীতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অনিয়মের অভিযোগে চার  শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জুগিরঘোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত চার শিক্ষককে বহিস্কার করা হয়।



বহিস্কৃত শিক্ষকরা হলেন, শালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজা নাজমুল ইসলাম, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারিকুজ্জামান, একই স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম ও ইকুড়ী নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা প্রিয়াংকা খাতুন।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল অমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকালে তিন শিক্ষককে মোবাইল ফোন রাখার দায়ে ও প্রিয়াংকার বিরুদ্ধে লিখিত অভিযোগ থাকার কারণে বহিস্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।