ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংগ্রহ প্রকল্প

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
বাকৃবিতে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংগ্রহ প্রকল্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বিদেশি ‘বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি সংগ্রহ, বৈশিষ্ট্য চিহ্নিতকরণ ও সংরক্ষণ’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) এর অর্থায়নে সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগে তিন বছর মেয়াদী এ প্রকল্পের যাত্রা শুরু হয়।



কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানের সভাপতিত্বে ও অধ্যাপক ড. আ খ ম গোলাম সারওয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক।

বিশেষ অতিথি ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. লুৎফুল হাসান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আবদুর রশিদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ১৭৯টি উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। আরও ২৫০টির মত প্রজাতি বিলুপ্তির পথে।

এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ওষধি, ফলদ ও বনজ উদ্ভিদ। প্রতিনিয়তই আমাদের উদ্ভিদ প্রজাতির সংখ্যা হ্রাস পাচ্ছে। বাকৃবির বোটানিক্যাল গার্ডেনে দেশি ও বিদেশি অনেক প্রজাতিই সংরক্ষণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর, শিক্ষক, পিএইচডি ফেলো, মাস্টার্সের শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।